আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন নেয়া হবে-ওসি তাহিরপুর

বিশেষ প্রতিনিধি, তানভীর আহমেদঃ

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে,
মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যকশন নেয়া হবে এবং এ ক্ষেত্রে কারো কোন তদবির থাকলে প্রয়োজনে তার বিরুদ্ধেও আইনি ব্যাবস্থা গ্রহন করার হুশিয়ারি দিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান।

তিনি বলেন, তাহিরপুর একটি সীমান্তবর্তী উপজেলা এ জন্য সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক আনা নেয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের সবার নিকট অনুরোধ রইল মাদকের কোন ধরনের আভাস বা মাদক ব্যাবসায়ীদের তথ্য পেলে সরাসরি আমাকে জানান আমি তাদের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যকশন গ্রহণ করব।

গতাকল সোমবার (২৪ আগস্ট) উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি বাজারে আয়োজিত মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওসি আতিকুর রহমান।

তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস এর উপস্থাপনায় মাদক বিরোধী সভায় আরো বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন।

উক্ত সভায় উপজেলার সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ