আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

এফআইভিডিবি দিশারি প্রকল্প কর্তৃক জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শন

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নে এফআইভিডিবি দিশারি প্রকল্প কর্তৃক বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি, প্রজনন স্বাস্থ্য বিষয়ে এক জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শিত হয়। নাটকটি বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১১ টায় ইউনিয়নের বড়দল গ্রামের নতুনহাটি’তে অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য সামায়ুন কবিরের সভাপতিত্বে ও এফআইভিডিবি দিশারি প্রকল্পের বড়দল দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন মবিলাইজার জিয়াউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবি দিশারি প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জাকির হোসাইন।

এই গণনাটকে উপস্থিত ছিলেন দিশারি প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার দীপঙ্কর দে, এডমিন অ্যান্ড ফিনান্স অফিসার মো. ফখরুল ইসলাম, ইউনিয়ন মবিলাইজার ফয়সল আহমদ প্রমুখ।

এই নাটকটি গন্যমান্য ব্যক্তি, নারী ও কিশোরী সহ এলাকার প্রায় ৪০০ লোক উপভোগ করেন।

এলাকাবাসী এফআইভিডিবি দিশারি প্রকল্প’কে এই জনসচেতনামূলক গণনাটক প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান।

এই প্রতিবেদককে স্থানীয় কয়েকজন লোক বলেন. অনেক সময় লোভে পড়ে মেয়েকে অল্প বয়সে বিয়ে দেয় যার ফল হয় ভয়াবহ। বিশেষ করে দুর্যোগের পর বাল্যবিবাহ টা বেশি হয়। সন্তান সম্ভবা মায়েদের ও বিভিন্ন সময়ে সঠিক যত্ন হয় না। আশা করি, এই নাটকটি বাল্যবিবাহ প্রতিরোধ তথা মাতৃ ও শিশু মৃত্যু প্রতিরোধ করতে বিরাট জনসচেতনতা তৈরি করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ