আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে তাহিরপুরে আলোচনা সভা

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সচেতনতামুলক বিশেষ মহড়া অনুষ্টিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে একটি র‍্যালী জনতা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা উচ্চ বিদ্যালয়ের হল-রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ মো. মোদাচ্ছির আলম।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা পারুমা বেগম, জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, খোরশেদ আলম, বাদল চন্দ্র, ওয়ার্ল্ড ভিশন ডি আর আর প্রজেক্টের ইউনিয়ন সুপারভাইজার তাসনিমুল হাসান খাঁন, শ্রীপুর উত্তর ইউনিয়নের ফ্যাসিলিটেটর নাইমা বেগম, আলিমা আক্তার, ইয়ুথ লিড ডি আর আর এর সভাপতি সাব্বির হোসেন, ভলান্টিয়ার ডি আর আর এর সভাপতি মাহিরুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ