আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

জনতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) সারাদিন ব্যাপী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ মো. মোদাচ্ছির আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদিউজ্জামান, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, নগর চন্দ্র পাল (আকল পাল), মোশাহিদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী বেনু পাল, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু জাহান তালুকদার।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য! বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৪টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ