আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

পরিবেশবিষয়ক তিন দিনের কর্মশালা সমাপ্ত

দেলওয়ার হোসাইন, সিলেট 

তিন দিনব্যাপী কর্মশালা করে পরিবেশ রক্ষার আন্দোলনে বেশি মানুষকে সম্পৃক্ত করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। ব্যাপক জনগোষ্ঠীকে সচেতন করা গেলে পরিবেশ সুরক্ষা নিশ্চিতের কথা বলেছেন কর্মশালার অতিথিরা।

গতকাল বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের রাতারগুলে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নে পরিবেশ রক্ষার গুরুত্ব’ শীর্ষক কর্মশালা শেষ হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ জামিল।

এতে প্রধান অতিথির বক্তব্যে ধরার কেন্দ্রীয় সদস্য ও সারদা পুলিশ একাডেমির সাবেক শিক্ষক অবসর প্রাপ্ত ডিআইজি আনসার উদ্দিন খান পাঠান বলেন, ‘আমরা দেখেছি ভালো কাজের পক্ষেই বেশির ভাগ মানুষ। সুতরাং গণমানুষের এই মতামতকে আমাদের সম্মান জানাতে হবে। আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থেকে কাজ করি সেটাই হবে গণমানুষের প্রতি সম্মান জানানো। আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে।

তিন দিনব্যাপী কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিবেশ কর্মীগন অংশগ্রহন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ