আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বড়লেখা মানবসেবা সংস্থার উদ্যোগে ২ ধাপে রমজান সামগ্রী বিতরণ

সাভার প্রতিনিধি :

মৌলভীবাজারের সেচ্ছাসেবী সামজিক সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থার প্রবাসী দাতা সদস্যদের অর্থায়নে ও বড়লেখা মানবসেবা সংস্থার আয়োজনে ২য় ধাপে রমজান সামগ্রী বিতরণ সম্পূর্ণ হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় বড়লেখা বাজারের পৌরশহরস্থ প্রাণকেন্দ্রে অবস্থিত ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বড়লেখা মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য জামিল আহমদের সভাপতিত্বে ও বড়লেখা মানবসেবা সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব আবু আহমদ হামিদুর রহমান শিপলু

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাস্টার জাকির হোসেন, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল্লাহ আল মারুফ, পেশ ইমাম হাফেজ লুৎফুর রহমান, বড়লেখা ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা বড়লেখা মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য জনাব আমিনুল বাবলু, বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন,সহ সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন, রুবেল আহমদ সহ প্রমুখ।

এর আগে রমজান দুইদিন পূর্বে প্রথম ধাপে প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরণ করে বড়লেখা মানবসেবা সংস্থার পরিবার

অতিথিবৃন্দ বক্তব্যকালে বড়লেখা মানবসেবা সংস্থার ভূয়সী প্রশংসা করে বলেন সামাজিক ও মানবিক কাজে বড়লেখা মানবসেবা সংস্থা সব সময় বিশেষ অবদান রাখে, বিশেষ করে প্রবাসে থাকাকালীন দাতা সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন উনাদের দেওয়া অর্থের মাধ্যমে যে সামাজিক ও মানবিক কাজগুলো হয়ে থাকে আল্লাহ যেনো সেগুলো কবুল করেন।

পাশাপাশি বড়লেখা মানবসেবা সংস্থা সকল সামাজিক ও মানবিক কাজে উনাদের সহযোগীতা সব সময় থাকবে এই আশাবাদী ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ