আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

তাহিরপুরে ৭৫ বোতল বিদেশী মদ জব্দ

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল বিদেশী মদ জব্দ করেছে।

বুধবার (৩ এপ্রিল) রাত ৩টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়ের গড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এই মদ জব্দ করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে উপজেলার লাউড়ের গড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে লাউড়ের গড় গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবু সাইদের বাড়ির পশ্চিম পাশে যাদুকাটা নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে কোনরকম মাদক যেন দেশে ঢুকতে না পারে সেজন্য তাহিরপুর থানা পুলিশ সবসময় জাগ্রত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতভর অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান সবসময় অব্যাহত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ