আজ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ ইং

মহেশখালীর বনাঞ্চল ও কৃষি জমি রক্ষার দাবীতে মানববন্ধন 

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:

মাতারবাড়ী সহ সমগ্র মহেশখালীর বনাঞ্চল ও কৃষি জমি রক্ষার দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ , কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা পরিষদ মহেশখালী এর যৌথ আয়োজনে ২৭ এপ্রিল (শনিবার) মাতারবাড়ী সিএনজি স্টেশনে বিকাল ৪ টার সময় বাপা মহেশখালী শাখার সহ-সভাপতি ডাঃ মোঃ এয়াকুব আলীর সভাপতিত্বে ও মহেশখালী জন-সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক এবং বাপা মহেশখালীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মহসিন এর সঞ্চালনায় , মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক সিকদার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সহ-সভাপতি মাষ্টার মোঃ নুর নবী , মহেশখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত ইকবাল মুরাদ , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ , মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সাধারন সম্পাদক ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ম সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মহেশখালী শাখার সাধারন সম্পাদক সাংবাদিক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খাঁন, বাপা মহেশখালী শাখার যুগ্ন সাধারন সম্পাদক আলাউদ্দিন আলো , বাপা মহেশখালী শাখার সদস্য ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সদস্য মোঃ জাহাঙ্গগীর আলম প্রমুখ । মোঃ মানিক এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , সাংবাদিক শহিদুল ইসলাম কাজল , বাপা মহেশখালী শাখার সদস্য মাষ্টার নাজেম উদ্দিন , কাজী মোঃ হারুন মির্জা , সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইকবাল , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সদস্য দিদারুল ইসলাম , আকিবুল ইসলাম ও বাসেম উদ্দিন প্রমুখ ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগন বলেন , মহেশখালীর মত একটা প্রাকৃতি সম্পদে ভরপুর দ্বীপে অনেক গুলো মেঘা প্রকল্প নির্মাণ করা এ পাহাড়ী দ্বীপের জন্য পরিবেশগত ভাবে বড় হুমকি হবে । যে যেভাবে পারছে কোন বাঁধাহীন ভাবে প্যারাবন কেটে সাবাড় করছে , প্যারাবন ধ্বংসের কারনে ভয়াবহ প্রাকৃতিক ঝুঁকিতে ফেলছে মহেশখালীকে । প্রকৃতি ধ্বংসের ফলে এতদাঞ্চলের মানুষকে আরেকটি ভয়াল ২৯ এপ্রিলের মুখামুখি হতে হবে বলে জানান বক্তারা । তাই প্রাকৃতিক ঝুঁকি থেকে বাঁচতে চাইলে এখনি সবাইকে প্যারাবন রক্ষার উদ্যোগ নিতে হবে । বক্তারা আরো বলেন , কৃষি নির্ভর দেশে কৃষি জমি রক্ষার কোন বিকল্প নাই । কিন্তু মহেশখালীতে অতি উর্বর কৃষি জমি নষ্ট করে প্রকল্প নির্মাণ করা হচ্ছে । মাতারবাড়ী , কালারমারছড়া , শাপলাপুর ও হোয়ানক ইউনিয়ন সহ দ্বীপের বিভিন্ন এলাকায় কৃষি জমি অধিগ্রহণের হিড়িক পড়েছে । যা এদ্বীপের মানুষের জন্য অশনি সংকেত । এভাবে কৃষি জমি ধ্বংস করা হলে খাদ্য সংকটে রাষ্ট্রকে একদিন চরম ভাবে ভুক্তভোগী হতে হবে । মহেশখালী মানুষের প্রধান আয়ের উৎস দেশের সাদা সোনা খ্যাত লবন , চিংড়ী মাছ , পান ও ধান চাষের জমি অধিগ্রহণ করে আর কোন প্রকল্প না করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা । উপকূলীয় ম্যানগ্রোভ ও কৃষি জমি বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ