আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

ফিলিস্তিনের শিক্ষার্থীদের জাবিতে পূর্নাঙ্গ স্কলারশিপ প্রদানের দাবি

জাবি প্রতিনিধি :

ইসরায়েলি আগ্রাসনের দরুন শিক্ষায় পিছিয়ে কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পূর্ণাঙ্গ স্কলারশিপ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

আজ মঙ্গলবার (৭ মে) দপ্তর সম্পাদক সীমান্ত বর্ধনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞপ্তিতে সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, “ফিলিস্তিনের সংগ্রামী জনতার পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক সংহতি গড়ে তোলার দায়িত্ব পৃথিবীর প্রতিটি সচেতন নাগরিকের। এটি কোনো যুদ্ধ নয়, এটি গণহত্যা। প্রতিটি যৌক্তিক আন্দোলন-সংগ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা বরাবরই সংহতি গড়ে তুলেছে। ফিলিস্তিনের বীর জনতার উপর ইসরায়েলের চলমান গণহত্যা এবং এই অব্যাহত নৃশংসতায় সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহযোগিতার বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন বাংলাদেশজুড়ে সংহতি গড়ে তোলার কাজে শুরু থেকে নিযুক্ত। আমরা দাবি করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সহ বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ স্কলারশিপে পাঠ গ্রহণের সুযোগ দেয়া হোক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ