আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

তাহিরপুরে বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণসামগ্রী এবং নিজ উদ্যোগে ডাল, আলু, পেয়াজ, লবন ও সেমাই বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন।

আজ (১জুলাই) শুক্রবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল ও পুরানঘাট গ্রামে পায়ে হেঁটে ও নৌকায় চড়ে বানভাসী অসহায় মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন বলেন,

উত্তর বড়দল ইউনিয়ের আমতৈল ও পুরানঘাট গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিন শতাধিক মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী এবং আমার নিজ উদ্যোগে ডাল, আলু,

পেয়াজ, লবন ও সেমাই বিতরণ করা হয়। এর আগেও ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান করে যাচ্ছেন বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ