আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

বিয়ানীবাজারে মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা

আলম শাওন, বিয়ানীবাজার, প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকের বাদ্যে মেতে ওঠবে উপজেলার হাজারো সনাতন ধর্মাবলম্বীরা।এ উপলক্ষে বিয়ানীবাজারের মণ্ডপগুলোতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার বিয়ানীবাজার উপজেলার ৪২টি সার্বজনীন পূজা মণ্ডপে শারদীয় তিথিতে দুর্গাপূজা উদযাপিত হবে এবং ১৮টি ব্যক্তিগত মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, সরকার থেকে সার্বজনীন মণ্ডপগুলোর জন্য প্রতিটিতে ৫শ’ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। তবে ব্যক্তিগত মণ্ডপের জন্য কোন বরাদ্দ নেই বলে জানান তিনি।

বিভিন্ন এলাকার পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে, মঞ্চ তৈরি ও প্রতিমাকে কাপড় পরানোর শেষ মুহূর্তের কাজ চলমান। কোথাও কোথাও প্রতিমাকে সাজিয়ে তোলার কাজও চলছে। মন্দিরের চারপাশও সাজানো হয়েছে বাহারি নকশায়। মন্দিরের প্রধান ফটকসহ অন্যান্য জায়গাগুলোও বর্ণিল করে তোলার কাজ চলছে।পূজা উদযাপনকে ঘিরে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিয়ানীবাজার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পূজা উদযাপন কমিটির নেতারা বলেন, ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। শান্তিপূর্ণ ভাবে এবারের পূজা উদযাপন করা হবে। তাঁরা আরও বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতির আলোকে সরকারের পক্ষ থেকে পূজা নির্বিঘ্নে করতে সচেতনভাবে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছি না।বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্য এবং ষ্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ