আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

বিয়ানীবাজারে ভারতীয় চিনিসহ ২ জন গ্রেফতার

আলম শাওন, বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮০ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এর সার্বিক তত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

থানা পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নির্দেশনায় এসআই মোফাখ্খারুল ইসলাম ও এএসআই সাইদুল অভিযান পরিচালনা করেন। এসময় চারখাই এলাকার নোয়াখানী সাকিনস্থ সেবা ক্লিনিকের সামনে জকিগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কের উপর থেকে একটি সিএনজি অটোরিক্সায় বহনকরা ১৮০ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কানাইঘাটের রামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আবুল হোসেন (৩০) ও জকিগঞ্জের শরিফাবাদ গ্রামের মুনিম আহমদ চৌধুরীর ছেলে মনির আহমদ চৌধুরী রাজন (১৯)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানির অভিযোগে বিয়ানীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে বলে জানান ওসি দেব দুলাল ধর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ