আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

প্রশিক্ষণের উদ্দেশ্য ভারতে যাচ্ছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা 

মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ,বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা প্রশিক্ষনের উদ্দেশ্যে
১৫ দিনের জন্য ভারত যাচ্ছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, সরকারিভাবে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লির এনসিজিজি, মুসুরিকে বাংলাদেশের বেসামরিক কর্মচারীদের জন্য মাঠ প্রশাসনের উপর ৫৪তম মিড ক্যাভার ট্রেনিং প্রোগ্রামে অংশ নিবেন। সে লক্ষে তিনি আগামী ৯ অক্টোবর (রবিবার) ভারতের উদ্দেশে রওনা দিবেন।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা সাংবাদিকদের বলেন, আগামী ৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে ৫৪তম মিড ক্যাভার ট্রেনিং প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে যাচ্ছেন।

তিনি বলেন, আমি যেন সঠিকভাবে প্রশিক্ষণ শেষে কর্মস্থলে ফিরে আসতে পারি, এজন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ