আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

গৌরীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার:

‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আড়ম্বরপূর্ণভাবে জাতীয় কন্যা দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তথ্য অফিস ময়মনসিংহের পরিচালক শেখ মো: শহীদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন,

মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, জেলা সহকারী তথ্য অফিসার মো: রুকুনুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শিউলী চৌধুরী,

গৌরীপুর পৌরসভার কাউন্সিলর দিলুয়ারা আক্তার, রোজিনা আক্তার মিতু, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমেনা আক্তার, বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রি রুবিয়া হেলাল,

সাবেক ইউপি সদস্য আছিয়া বেগম, নুরুন্নাহার বেগম প্রমুখ। এসময় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ব্র্যাক, বাংলাদেশ মহিলা কল্যাণ সমিতি, এসিক নারী কল্যাণ সংস্থা, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থাসহ বিভিন্ন এনজিও-সমিতির প্রতিনিধি ও নারী সদস্য উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ