আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

হিরামনির জন্য শোক

 

আনিছুর রহমান :

যষ্টিমধু মুখে নিয়ে উড়ে যাচ্ছে কাক-
উদারতা নয়, অন্যকে ঠকাতে হবে,
আদর্শের অভিনব মানদণ্ডে তুমি থাকলে থাকো,
না থাকলে চলে যাও ভিন দেশে।
এখানে এখন আক্ষেপের কোনো সুযোগ নেই।
শনির দশায় পড়ে থাকা বিবর্ণ সময় ভীষণ অদ্ভুত।
রামচন্দ্রের প্রপিতামহ মরে গেছে বহু আগে।
লটুয়া লোকের কাছে সাতাশ দিনের শিশুকন্যা নিরাপদ নয়।
যদিও ধর্ষক কারো না কারো সন্তান, স্নেহময়ী অনন্যার ভাই।
তবু এরা যেন আলাদা আলাদা রক্তবীজ, চিরতরে নিশ্চিহ্ন করাই শ্রেয়।

লেখকঃ আনিছুর রহমান,
প্রভাষক, বাংলা,
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ