আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

ভালো কথায় তিক্ততা

 

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বময় যখন করোনা জন্য করনীয় কী-
তখন সরকার সময় ও মানুষের জীবন যাত্রার জন্য সময়োপযোগী কিছু কিছু আইন ব্যবহার করেন। অবশ্য সে আইনগুলো জনস্বার্থে ও লোক সাধারনের নিরাপত্তার কারনে প্রয়োগ করেন। করোনার শুরুতে লক লাউন আইন যখন বিশ্বব্যাপী শুরু হয়েছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের দেশেও এটি চালু হয়েছিল। সময় ও মানুষের জীবন যাত্রার উপর কিছুটা শীতল করলেও প্রায় মানুষ বৃদ্ধাঙ্গুলি দ্যাখিয়ে চলতে চায়। কিন্তু যারা এ ভাবে চলতে চায়, তারা কি দেশটা কে হুমকির মুখে ফেলে জন জীবনকে বিপন্ন করার উদ্দে শ্যে ও তৎসংগে সরকারের ভাবমূর্তিককে ক্ষুন্ন করার মানসে বৃদ্ধাঙ্গুলি দ্যাখিয়ে প্রমান করতে চায় তারা দেশের আইনের উর্ধে। এখনও প্রায় লক্ষ্য করা যায় যে, করোনা প্রতিরোধে নিরাপদ দূরত্ব, মাক্স ব্যবহার বাধ্যতামূলক মূলক, কিন্তু এই আইনটুকু এখনো পুরোপুরি বাস্তবায়ন হচ্ছেনা। তা’ ছাড়াও যান বাহন আইনের চলাচলের প্রতিও মানুষ কতটুকু সচেতন হয়েছে, এটা প্রশ্ন জাগে? হাট বাজার গুলোতে গনমানুষের সুবিদার্ধে কিছু নিয়ম মাফিক আইন প্রয়োগ করার ব্যবস্থ্য হলেও পুরোপুরি এটি পালন হচ্ছে না। গ্রামগঞ্জের কিছু কিছু আনছে কানাচে দোকান পাটগড়ে উঠছে, আর এই দোকান পাটগুলোকে স্থানীয় ভাবে বারবার অনুরোধ সহ নিষেধ করলেও তারা তাদের মত করেই চলতে চায়। বরং ভাল কথা বলতে গেলে তারা অনেকটাই যুক্তির্তকে জড়িতে চায়। সত্যকার অর্থে যদি এ ভাবে চলতে থাকে… তা’ হলে হবে দেশ জাতির জন্য এক কঠিন হুমকি। আমরা যখন টিভির পর্দায় দ্যাখি প্রতিদিন বিশ্বের করোনা পরিস্থিতি ও স্বদেশের যখন অবস্থান দ্যাখি তখন নিজেই অনেকটা সংশয়ে হই। আমি সবার উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই, যে ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি নয় সেই আক্রান্ত ব্যক্তির সংগে পুরো পরিবার ও তৎসঙ্গ প্রতিবেশী সহ সমগ্র জাতির সম্পর্ক সেখানে কতটুকু সুস্থ্য থাকার জন্য নিজেকে চলতে হবে, এ কথা একবার নিজেকে প্রশ্ন করলে উত্তরটি বেড়িয়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে অনুরোধ করব জাতির এই মহাসংকট সময়ের করোনার উপর আরও বেশী বেশী নজরদারী না বাড়ালে দেশ জাতি হুমকির মুখে পড়ার সম্ভবনাই বেশী রয়েছে। আমি আশা করি এ মুহূর্তে জীবন সুস্থ্য থাকাই হো’ক দেশ জাতির বজ্রশপথ।। দেশ হোক করনো মুক্তি, জাতি থাকুক সুস্থ্য নিরাপদ। এ প্রত্যাশায়…
৯/৬/২০২০
অশ্বিনীকুমার বসুনীয়া,চেয়ারম্যান ৮নং নওদাবাস,হাতীবান্ধা, লালমনিরহাট।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ