আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আলম শাওন, সিলেট, বিয়ানীবাজার প্রতিনিধি:

বাঙালি জাতিকে মেধা শূন্য করার নীল নকশায় ১৯৭১ সালের আজকের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। শহীদদের মধ্যে অন্যতম ছিলেন বিয়ানীবাজারের সূর্য সন্তান ড. গোবিন্দ চন্দ্র দেব (জিসি দেব)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনবিদ্যার অধ্যাপক ছিলেন। মরণ উত্তর একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত
জিসি দেবসহ অন্যান্য বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরের স্মৃতি সৌধে এবং দুপুরে স্বাধীনতার প্রথম প্রহরে শহীদ ড. গোবিন্দ্র চন্দ্র দেব স্মৃতি সৌধে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

দিনটিতে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ