ইউসুফ হোসেন, জেলা প্রতিনিধি, নাটোর
শ্রমিক মালিক গড়বো দেশ,
স্মাট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নয়নের সন্চাালনায় ও ছাইফুল ইসলামের সভাপতিত্তে বিশাল রালি নলডাঙ্গা থানা, পৌরসভা, রেলস্টেশন হয়ে নলডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে পেট্রোল পাম্পে এসে শেষ হয়।
রালি শেষে আলোচনা সভা ও উপস্হিত বক্তব্য প্রদান করেন। সভাপতি সাইফুল ইসলাম সমাপনী বক্তব্য শেষে উনুষ্ঠান শেষ করেন।
উনুষ্ঠান শেষে ব্লাড ডোনেট ক্যাম্প, শরপত ও খাবার বিতরণ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার সেকেন্দ অফিসার আব্দুল আলিম ও নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটি ও থানা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ্র ও সকল শ্রেনীপেশার মানুষ।