আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

জনতার পাশে জননেতা আবুল খায়ের

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ :

নির্বাচনে বিজয়ের মালা গলায় উঠলেও আনন্দ উৎসব কিংবা দুঃসময়ে অনেক জনপ্রতিনিধিকে পাশে পাওয়া দুস্কর, পরাজয় হলে তো কথা ই নেই।

ব্যতিক্রম তাঁর বেলায়। তিনি হলেন জনতার নেতা আবুল খায়ের। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা তিনি। প্রয়োজনে জেলা শহরে অবস্থান করলেও জনতার ডাকে ছুটে আসেন জন্মস্থানে।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের যতসামান্য ভোটে পরাজিত হলেও জনগণের প্রতি কৃতজ্ঞতাবোধ রেখে অসাম্প্রদায়িক বিভিন্ন উৎসব কিংবা দুঃসময়ে তড়িৎ গতিতে ছুটি আসেন তাঁর নিজ ইউনিয়নবাসীর পাশে।

অনেকটা নিভৃতে জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছেন প্রচারবিমুখ তরুণ এ রাজনীতিক। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন “তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ” এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল খায়ের আওয়ামী লীগের এক নিবেদিত কর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার (২২ অক্টোবর) দিনভর শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে পূজার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার কাজে ব্যস্ত সময় পার করেন বঙ্গবন্ধুর আদর্শেগড়া এ সৈনিক।

আওয়ামী লীগের নির্বাচনী প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার প্রধান হিসেবে ভোটাধীকার প্রয়োগ করার আহ্বান জানান উপস্থিত জনগণকে।

পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে আবুল খায়ের জানান, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলায় অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠেছি আমরা। এখানে জাত-ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই। সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের জন্য দোয়া চেয়েছি। যা আমার আদর্শিক দায়িত্ব বলে মনে করি।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন জানিয়ে জননেতা আবুল খায়ের বলেন, মাত্র কয়েকটি ভোটের ব্যবধানে বিগত নির্বাচনে আমার পরাজয় হলেও মানুষের ভালোবাসা নিয়ে আমৃত্যু বেঁচে থাকতে চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ