আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাবুল

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী করুণা সিন্ধু চৌধুরী বাবুল সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

রবিবার (২২ অক্টোবর) দিনভর পূজার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সুনামগঞ্জ-১আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী করুণা সিন্দু চৌধুরী বাবুল তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও আছেন আওয়ামী দুঃসময়ের সহযাত্রী বঙ্গবন্ধুর আদর্শের এ সৈনিক।

জানা গেছে, বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে পূজার্থীদের সাথে মিলিত হয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার কাজে ব্যস্ত সময় পার করেন তিনি।

এ সময় নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার প্রধান হিসেবে ভোটাধীকার প্রয়োগ করার আহ্বান জানান উপস্থিত জনগণকে।

পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। পূজা মন্ডপ এলাকায় সকল শ্রেণী পেশার মানুষেরই আগমন ঘটে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব তাদের খোঁজখবর নেওয়া। তাছাড়া আপাদমস্তক আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক। সেই হিসেবে সরকারের প্রচার-প্রচারণা আমার আদর্শিক দায়িত্বে পড়ে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো সরকার প্রধান হিসেবে দেখতে জনগণের সহযোগিতা কামনা করছি।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,
মাননীয় সভানেত্রী এ আসনে যাকে মনোনয়ন দিবেন দলীয় স্বার্থে তার হয়ে কাজ করা আমি মনে করি নীতিগত দায়িত্ব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ