আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

শনিবার ২২ জুলাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) কর্তৃক ব্র্যাক লার্নিং সেন্টার,
শ্রীমঙ্গল এ “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক ঝুঁকি ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা
আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত ঝুঁকি সম্পর্কে কিভাবে
সচেতনতা বৃদ্ধি করা যায় এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে শাখার দায়িত্ব ও কর্তব্য বিষয়ে
গুরুত্ব আরোপ করা হয়।

দিনব্যাপী কর্মশালায় সিলেট অঞ্চল ও তদ্‌সংলগ্ন এলাকার এমটিবি এর ৮টি শাখা ও
উপ-শাখার শাখা ব্যবস্থাপক, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাসহ ৫২
জনেরও বেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেইস উদ্দীন আহমাদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও
চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যাংকিং বিভাগের
সিলেট অঞ্চলের প্রধান জনাব মোহাম্মদ কামরান আহমদ এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ