আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

নওগাঁতে লিচুর বাম্পার ফলন  সম্ভাবনায়  বাগান মালিকরা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

মধুর মাস জৈষ্ঠ্যের মিষ্টি ফল লিচু। লিচু সবার প্রিয় ফল। প্রিয় ফলের এমন বাম্পার ফলনের সম্ভাবনা দেখে বেজাই খুশি নওগাঁ জেলা আত্রাই উপজেলার বাগান মালিকরা। পরিশ্রম ও বিনিয়োগ সফল হবে এমন ধারনায় তারা দিন রাত আগলে রেখেছেন শখের লিচু বাগান। তবে এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় লিচুর বাম্পার ফলনেরও আশা করছেন লিচু চাষিরা। ফলন ভালো পেতে লিচু বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে এমন শখের লিচু বাগান গড়ে তুলেছেন কৃষক। লিচুর পাশাপাশি তারা জমিতে ধানও উৎপাদন করছেন।ওই সব লিচুর বাগান দেখে মন জুড়িয়ে যায় অনেকেরই। তবে সবেমাত্র বাগান গুলোতে লিচুর কড়ি গজিয়ে উঠেছে। আর কড়ি ধরে রাখতে চাষিরা বিভিন্ন রাসায়নিক ওষুধ স্প্রেসহ পরিচর্যার কোনো ত্রুটিই রাখছেন না।

বাগান মালিকরা জানান এবার বাগান জুড়ে লিচুর বাম্পার ফলন হওয়ার কথা। এখনও লিচুর কড়ি গুলো ভাল আছে । সেথানে কোন রোগ বালাই দেখা দেয়নি। তারা জানান, অনুকূল আবহাওয়া ও ঠিকমত কীটনাশক প্রয়োগ করায় এবার লিচুর কড়িতে তেমন রোগবালাই ও পোকার আক্রমন হয়নি। সবে তাদের বাগানের লিচু কেবল কড়ি হয়ে ওঠেছে। পরিপুষ্ট হতে আরো প্রায় এক মাস সময় লাগবে বলে ধারণা করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ