আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

“ঘরে এসো মুসাফির ” বই এর মোড়ক উন্মোচন

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত “অমর একুশে বই মেলায়” রোজ সোমবার বিকাল ৫ ঘটিকায় বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিশিষ্ট লেখক, মুনতাসিব মামুন ও বি.এড কলেজের প্রফেসর, বিশিষ্ট লেখক, শামসুদ্দীন শিশির।

এসম উপস্থিত ছিলেন, বিজয় স্মরণী কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ি জাহাঙ্গীর খালেদ। পটিয়া সরকারি কলেজর প্রফেসর আসিফ রিয়াজ,মেরিন ইন্জিনিয়ার মোঃ খোরশেদুল আলম প্রাবন্ধিক, লেখক প্রফেসর মুজিবুল হক।

শামসুদ্দিন শিশির তাঁর বক্তব্যে বলেন, সমাজের নানান অসংগতি, বৈপরীত্য, হাস্যরস, তাঁর কবিতায় পাওয়া যায়। এছাড়াও হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য আর ভূলতে বসা মুসলিম বীর সেনানীদের শৌর্যবীর্যের সোনালি অধ্যায়গুলোকে “ঘরে এসো মুসাফির ” বইয়ের অনেকটা অংশ জুড়ে উদ্দীপ্তভাবে অনুপ্রাণিত করেছেন।

তাঁর লেখনীর সহজ-সরল বচন ভঙ্গি, কবিতা এবং গল্পের প্রাঞ্জলতা পাঠককে বই গুলো পড়তে আরো উৎসাহিত করে বলে আমার বিশ্বাস।

ছোট বেলা থেকে লেখিকা রহিমা আক্তার ফারজানা’র সাহিত্যের প্রতি অনুরাগ ছিলো। সেই অনুরাগ থেকে লেখা লেখি শুরু। তিনি কবিতা লিখতে পছন্দ করেন, পাশাপাশি গল্পও লিখেন। সমাজের নানান অসংগতি, বৈপরীত্য, হাস্যরস তাঁর কবিতার মূল উপজীব্য।

তিনি বর্তামানে চট্টগ্রাম এর বিজয় স্মরণী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত আছেন।

রহিমা আক্তার ফারজানা’র প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘নিভৃতে যতনে রেখো’। ”ঘরে এসো মুসাফির ” তার দ্বিতীয় কাব্যগন্থ।
তার প্রথম কাব্যগন্থ ‘মেঘ রোদ্দুর ফ্রেমে”।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ