আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

নতুন গান নিয়ে আসছেন শিল্পী স্যাম্জ শামীম

আতিকুল ইসলাম নয়ন,লালমনিরহাট প্রতিনিধি:

বর্তমান প্রজন্মের তরুন মেধাবী সংগীত শিল্পী এবং মিউজিক কম্পোজার স্যাম্জ শামীম গান নিয়ে খুব ব্যাস্ত সময় পার করছেন।

সাম্প্রতিক তার নতুন মিউজিক ভিডিও ভালোবাসি গোপনে মুক্তি পেলো জান্নাত মিউজিক ক্লাবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

এর আগেও তার ৩ টা মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে নব্যবাংলা চলচ্চিত্রের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
গান গুলো হলো যদি অশ্রু উপচে পর, সে আমার মা এবং প্রেমের অনশণ।

ইতিমধ্যেই গান গুলো সবার মনে জায়গা করে নিয়েছে। এই গান গুলো সুর-সংগীত এবং কন্ঠ দিয়েছেন স্যাম্জ শামীম নিজেই।

গান গুলো লিখেছে জাপান প্রবাসী ডাঃ ইকবাল জামান কাজী এবং গান গুলোর ভিডিও পরিচালনা করেছেন এ প্রজন্মের নাট্য নির্মামাতা কামরুজ্জামান পুতুল।

সামনে স্যাম্জ শামীমের আর ও ৫ টি মৌলিক গান আসছে। গান গুলো হলো শোনরে বেঈমান, প্রাণের প্রিয়তমা, মরণ আমার হয়না কেনোরে, ভালোবাসা কেনো এমনি হয় এবং ও সোনারে ও যাদুরে।

এই গান গুলো কন্ঠ এবং সংগীত পরিচালনা করেছেন স্যাম্জ শামীম নিজেই।
ইতিমধ্যেই গান গুলো শুটিং এর কাজ শুরু হয়েছে। গান গুলো ভিডিও পরিচালনা এ প্রজন্মের তরুন মেধাবী পরিচালক সামি আহমেদ আকিব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ