নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ লোকনৃত্য (ঘ) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন সাভার সরকারি কলেজের স্নাতক সম্মান (সমাজকল্যাণ) শ্রেণির ২য় বর্ষের শিক্ষার্থী।
কলেজ, উপজেলা, জেলা,বিভাগ পেরিয়ে
জাতীয় পর্যায়ে লোক নৃত্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দীপ্ত।
বিভিন্ন পর্যায়ে তার নৃত্যগুরু ওয়াসেক মোত্তাকিনুর রহমান, গোলাম মোস্তফা ববি এবং নৃত্যশিল্পী বিজয়। মায়ের অনুপ্রেরণায় তার এই পথচলা। ইতিমধ্যেই তার ঝুলিতে জমা হয়েছে একাধিক শিরোপা।
সাভারে নৃত্য প্রশিক্ষক ও করিওগ্রাফার হিসেবে রয়েছে সুনাম। পুষ্পান্জলি নামে রয়েছে একটি নৃত্য সংগঠন।
স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের নির্বাহী সদস্য তিনি। মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীসহ বিভিন্ন জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ কলেজ, উপজেলা, জেলা,বিভাগ পেরিয়ে
দীপ্ত পাল তার অভিব্যাক্তিতে বলেনজাতীয় পর্যায়ে লোক নৃত্য (ঘ) তে প্রথম স্থান অধিকার করেছি।
যাদের অনুপ্রেরনায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তারা হলেন আমার মা
শ্রদ্ধেয় মোঃ ইমরুল ইসলাম অধ্যক্ষ, সাভার সরকারি কলেজ ,আমার নৃত্য গুরু শ্রদ্ধেয় ওয়াসেক মোত্তাকিনুর রহমান স্যার,
শ্রদ্ধেয় শাহানা জাহান সিদ্দিকা ম্যাডাম বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ ও উপদেষ্টা জাগরনী থিয়েটার,
শ্রদ্ধেয় শ্রাবন্তী ঘোষ ম্যাডাম,
শ্রদ্ধেয় ফিরোজ স্যার বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ এবং
সম্মিলিত সাংস্কৃতিক জোট,সাভার শাখা ও জাগরনী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা দাদা ।
সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।আর যারা যারা আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।