আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য কর্মশালা

কুবি প্রতিনিধি:

‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ -এর সাংগঠনিক সপ্তাহের শেষ দিনে নবীন সদস্যদের নিয়ে নাট্যকর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সপ্তাহজুড়ে ছিল সদস্য সংগ্রহ, অভিনয়,

সংগঠন, মঞ্চসজ্জা, সাজসজ্জা, শব্দ সম্পাদনা, আলোকসজ্জা, প্রপস কস্টিউমস নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ।
আজ শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা, প্রশিক্ষণ শেষে এক আলোচনা সভার মধ্য দিয়ে কর্মশালার ইতি টানা হয়।

সমাপনী দিনে উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর উপদেশমণ্ডলী, সাবেক এবং বর্তমান নাট্য কর্মীরা৷ এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. হাবিবুর রহমান।

কর্মশালা নিয়ে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, “সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহের পর আজ আমরা সফল ভাবে কর্মশালা সমাপ্ত করেছি। নবীনদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করেছি। খুব শীঘ্রই আমরা নবীনদের নিয়ে একটি নাটক মঞ্চায়ন করবো৷”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ