আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

জাবি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গবেষণা ও বুদ্ধিবৃত্তিক সম্পদের ওপর দু’টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ‘আন্ডারস্টান্ডিং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি এন্ড টিআরআইপিএস ফ্লেক্সিবিলিটি ফর দ্যা প্রটেকশন অব বায়োডাইভার্সিটি এন্ড ডেভলপমেন্ট অব লোক্যাল ইনোভেশন রিলেটেড বায়োটেকনোলজি’ শীর্ষক বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এর ইন্টেলেকচুয়াল প্রোপার্টিজ কনসালট্যান্ট তাসলিমা জাহান। এছাড়া ‘অথরশিপ ইন রিসার্চ পাবলিকেশনস: ডুস এন্ড ডন্টস’ শীর্ষক বক্তব্য দেন ইউনিভার্সিটি অব মালায়া’র ডেন্টিস্ট্রি অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুর রহমান। সেমিনারে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ জীববিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ