আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

ইবিতে জুতা আবিষ্কার নাটক প্রদর্শিত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিয়েটারের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অবলম্বনে পথনাটক ‘জুতা আবিষ্কার’ প্রদর্শিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে  বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে থিয়েটারের (বিথি) উদ্যোগে নাটকটি পরিবেশন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের উপদেষ্টা গাউসুল আজম রিন্টু। এছাড়া  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী নাটকটি উপভোগ করেন।

থিয়েটারের যুগ্ম-সাধারণ সম্পাদক কৌশিক আহমেদের নির্দেশনায় এটিকে নাট্যরূপ দিয়েছেন শেখ মোহা: মহিউদ্দিন।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন থিয়েটারের সদস্য বদরুল আমিন পিয়াস, আব্দুল মমিন নাহিদ, আদনান আলিম, মাহির আল মুজাহিদ, তাজনিয়া আহমেদ লাবন্য, মাহমুদুজ্জামান নিশান, পারিজাত সুলতানা, কুলছুম আক্তার, সিতারা বেগম মোনালিসা মুনা প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ