জাবি প্রতিনিধি:
সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করায় উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
গতকাল ১১ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. মোহাম্মদ কামরুল আহসান এবং সাধারণ সম্পাদক ড. মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাস্তায় মহামান্য হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে ২০১৮ সালের পরিপত্রের অংশবিশেষ বাতিল করে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে যা ছাত্রসমাজসহ পুরো দেশবাসীকে চরম ক্ষুব্ধ ও হতাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয় যে, বর্তমান আন্দোলনের প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতা বিষয়ে দ্বিমত না থাকলেও অনেকেই মনে করছেন যে, এই ন্যায্য দাবি না মেনে আদালতের দোহাই দিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে আন্দোলন জিইয়ে রেখেছে অন্য কোন হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য।
এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সন্তোষজনক পেনশন স্কিম কার্যকর থাকা সত্ত্বেও নতুন ‘প্রত্যয় স্কীম’ চাপিয়ে দিয়ে দীর্ঘদিন ক্ষমতা জবরদখল করে থাকা আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে বলে বিজ্ঞপ্তিতে দাবী করা হয়।
বিক্ষুব্ধ ছাত্রসমাজ বৈষম্যমুক্ত চাকুরীর অধিকার বাস্তবায়নের জন্য যে আন্দোলন করছে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরগনগর বিশ্ববিদ্যালয়’ তার সাথে একাত্নতা পোষণ করে দেশের সুন্দর ভবিষ্যৎ বিবেচনায় অতি সত্তর সরকারি সব চাকুরির কোটা সংস্কারের পাশাপাশি শিক্ষা বিধ্বংসী ‘প্রত্যয় স্কীম’ বাতিলের জোর দাবি জানায়।