জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
আজ (১৭ জুলাই) বুধবার সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা-কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আজ বিকাল ৪:০০ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই আদেশ প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে জড়ো হন। তখন সিন্ডিকেটের সদস্যরা রেজিস্ট্রার ভবনে আটকে পড়েন।
পরে জলকামান সহ বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রবেশ করে এবং সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থান নেয়।
বিকেল পাঁচটার দিকে পুলিশ শিক্ষার্থীদেরকে হলে ফিরে যেতে বললে তারা অস্বীকার করে। এরপর পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল এবং পরিবহন চত্বরের দিকে চলে যান এবং পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকেন। এরপর শিক্ষার্থী ও পুলিশের মধ্যে কয়েক দফা ধাওয়া – পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসাকেন্দ্রের উপপরিচালক মো. রেজওয়ানুর রহমান বলেন, পুলিশের টিয়ারশেল ও ছররা গুলিতে এখন পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়ে আমাদের এখানে এসেছেন। এর মধ্য পাঁচজন গুরুতর আহত হওয়ায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি বলেন, জাবির সড়কে ব্যারিকেট তুলে নিয়ে হলে ফিরে যেতে বার বার অনুরোধ করা হলেও তারা হলে ফিরে যায়নি। তাই সড়ক থেকে তুলে দেওয়ার জন্যই অভিযান চালাতে হয়েছে। আন্দোলনকারীদের ইটের আঘাতে প্রায় ৫০/৬০ পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানা যায়।