জাবি প্রতিনিধি:
কোটা ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে এবং দুইজন সাধারণ ছাত্রকে হলে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
কোটা ইস্যুতে গতকাল রবিবার প্রধানমন্ত্রীর করা এক মন্তব্যের জের ধরে রাত সাড়ে ১১টায় ‘তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয় ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী।
এমতাবস্থায় খবর আসে, ‘তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার’ এই স্লোগান দেওয়ার অপরাধে ২ জন সাধারণ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে আটকে রাখা হয়েছে।
তখন বটতলায় সমবেত হওয়া শিক্ষার্থীরা আটকে রাখা ২ জন শিক্ষার্থীকে মুক্ত করার উদ্দেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে অবস্থান নেয়। হলের প্রভোস্ট শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করলে তারা ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় মিছিল করে।
শিক্ষার্থীদের মিছিলটি পুনরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দিকে যেতে চাইলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের মুখোমুখি অবস্থান নেয় এবং ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয়। এ পর্যায়ে একজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীরা হলের দিকে যেতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা হল গেইটে তালা দিয়ে দেয়।
উক্ত ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
উল্লেখ্য, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পদত্যাগ করেছেন।