আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণ হয় নাঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণ হয়না এ জন্য দর্শকরা হলে যায়না তাই হলগুলো বন্ধ হয়ে গেছে। তাই হলমূখি দর্শক খুব কম।

শনিবার (০৫ মার্চ) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় ‘লীজ এসোসিয়েশন অব কুমারখোদার’ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একসব বলেন।

প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, দেশে এখন ভালো গল্প নিয়ে কোন পরিচালক ও প্রযোজক ছবি তৈরি করে না তাই দেশের মানুষ হলে যায়না মানুষ এখন ইউটিউব ও ফেসবুকে সব ভিডিও ছবি দেখতে পায় ভালো ছবি তৈরি হলে আবারও মানুষ হলমুখী হবে।

তিনি আরও বলেন, সাংস্কৃতি মন্ত্রনালয় সারা বাংলাদেমে প্রত্যাকটি উপজেলায় একটি করে সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রত্যাকটি সাংস্কৃতিক কেন্দ্র একটি সিনে কমপ্লেক্স থাকবে। এটি যদি বাস্তবায়ন করতে পারি তাহলে চলচ্চিত্র জগতের সুদিন আবার ফিরে আসবে।

অনুষ্ঠানে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামী এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ