আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং

ময়মনসিংহের তারাকান্দায় হঠাৎ প্রবল ঘূর্ণিঝড়ের হানা

মোঃ সাব্বির হোসেন :

ময়মনসিংহের তারাকান্দায় শুক্রবার রাতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রতিদিনের ন্যায় সবাই রাতে ঘুমাতে যায় কিন্তু হঠাৎ রাত ২.৩০ মিনিটে প্রবলবেগে বাতাস প্রবাহিত হতে শুরু করে।

বাতাসের সাথে সাথে প্রবলবেগে ঝড় আসে।বাতাস আর প্রবল ঝড়ের কারণে লোকজন আতঙ্কিত হয়ে উঠে।প্রবল ঝড়ের কারণে গাছপালা ভেঙ্গে পড়ে।
অনেকের বাড়িতে গাছপালা ভেঙ্গে তাদের মাথা গোজাবার শেষ সম্বলটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।

অত্যাধিক বাতাসের বেগে গাছপালা পড়ে যায় রাস্তায় ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে।বিদ্যুৎ সংযোগ গতকাল রাত থেকে এখন পযন্ত বিচ্ছিন্ন হয়ে আছে।ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার কারণে অনেক কে খোলা আকাশের নিছে থাকতে হচ্ছে।

ময়মনসিংহের তারাকান্দার বাসিন্দা ও তিতুমীর কলেজের শিক্ষার্থী রাসেল মিয়া জানান” কি বলবো হঠাৎ প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হানে কিছু বুজে উঠার আগে সবকিছু তছনছ করে দেয়।

এলাকার রাস্তাঘাট ও বিদ্যুৎ সংযোগ একদম বিচ্ছিন্ন
তারাকান্দা উপজেলার লোকদের একটাই দাবি অতিদ্রুত তাদের ক্ষয়ক্ষতির সামান্য কিছু হলেও সরকার থেকে যেন পুষিয়ে দেয় এবং জরুরি ত্রাণ সহায়তা দেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ