আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৬ মাস দরে কোন ধরনের ঔষধ নেই

 

নিজস্ব প্রতিবেদকঃ

৩ নং তেঘরিয়া ইউনিয়ন রামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কোন ধরনের ঔষধ সামগ্রী নেই। গতকাল বৃহস্পতিবার রাত ২ টার সময় মোঃ সমসের আলী পিতাঃ মৃত তৈয়ব আলী টঙ্গীর ঘাট এলাকার লোক। তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে আসলে ও-ই স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক ডাকাডাকি পর এ ডাবলু বি অর্চনা রানী রায় উপর তলা থেকে বলেন আপনার কোন জায়গায় থেকে আইছেন তখন সমসের আলী বলেন টঙ্গীর ঘাট থেকে এসেছি। তখন অর্চনা রানী বলেন আমাদের কাছে কোন দরনের ঔষধ নেই আপনারা সদর হাসপাতালে চলে যান। আর তখন দরজা জানালা লাগিয়ে দেন অর্চনা রানী। তখন সমসের আলী তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বিপাকে পড়েন, প্রায় ১ ঘন্টা ডাকাডাকির পর দরজা না খোলায়, সমসের আলী তাঁর গর্ভবতী স্রীকে নিয়ে পৈল রোড মাতৃমঙ্গল নিয়ে যান, সেখানে ডাক্তার উনার স্রীকে নর্মাল ডেলিভারি করেন, সমসের আলী একজন দিনমজুর কোন কিছু না পেরে হবিগঞ্জ পএিকার সাংবাদিক, হবিগঞ্জ পত্রিকার সাংবাদিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে অর্চনা রানীর সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি সাংবাদিক পলাশ পাল কে বলেন উনি গতরাতে আসেন আমি উনাকে সদর হাসপাতালে যাওয়ার জন্য বলি কারণ আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে কোন দরনের ঔষধ নেই, যার কারণে কোন ধরনের সেবা দিতে পারিনি,উনি আরো বলেন আপনারা কোন পত্রিকা থেকে এসেছেন তখন সাংবাদিক পলাশ পাল বলেন দৈনিক আগামীর সংবাদ থেকে এসেছি।তখন তিনি বলেন আসলে আমার প্রেসার থাকার কারণে ঘুমের ওষুধ খেয়ে ছিলাম, তাই ভালোভাবে রোগীকে দেখতে পারিনি,উনি সাংবাদিক পলাশকে বলেন প্লিজ এগুলো পত্রিকায় দিয়েন না। গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা যদি এই হয় তাহলে রোগীরা যাবে কোথায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ