আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

শেরপুরে সারাদেশে নারী-শিশু নির্যাতন ধর্ষণের প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ

 

শেরপুর প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মুখে কালো মাস্ক পড়ে শেরপুরে প্রতিবাদী সমাবেশ হয়েছে। ৭ অক্টোবর বুধবার শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ ও রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবী করা হয়। সেইসাথে অপরাধীদের কেবল গ্রেপ্তারই নয়, দ্রæতবিচারের মাধ্যমে সাজার রায় কার্যকর করার দাবী জানানো হয়।
জনউদ্যোগ আহ্ববায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় ঘন্টাব্যাপী এ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা মহিলা পরিষদ, উদীচী, আইইডি, নারী রক্তদান সংস্থা, এসডিডিএফ, এইচআরডি, অদম্য শেরপুর, বর্মণ ছাত্র পরিষদ, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, শেরপুর হেল্পলাইন, গ্রাজুয়েট ক্লাব, রজীবা, কিআ, এনসিটিএফ, সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজ নিজ ব্যানার সহ অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ