আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

আপনার ঋণ শোধ করা যাবে না, তাই আপনি থাকবেন হৃদয়জুড়ে

 

আসাদুজ্জামান রিপন :

 

আমি আজও আপনার প্রতিষ্ঠিত বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের মুখ’র কর্মরত আছি ৷ আপনি ছিলেন এই দৈনিক দখিনের মুখ’র প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়াও দৈনিক ইত্তেফাক’র ব্যুরো প্রধান, বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সফল সাধারণ সম্পাদক ছিলেন আপনি। ৷ সাংবাদিক নেতা হওয়ার কারনে আপনি ছিলেন আমার কর্মপিতা। আপনার হাতেই আমার কর্মজীবন শুরু ২০০৬ এর মে মাসের ২০ তারিখ থেকে ছিলাম আপনার সাথে ৷ প্রতি বছর ঈদের ছুটি ঘোষণা হলে যখন বলতাম ‘স্যার বাড়িতে যাব৷ আপনি তখন নিজের টাকা থেকে চলতি মাসের বেতনসহ বোনাস দিয়ে দিতেন ৷ শুধু ঈদ কোরবানীই নয় আমার চাকরি জীবনের শুরু থেকে অফিসের বেতন আসুক বা না আসুক প্রতি মাসের ৭ তারিখে আপনি আমার বেতন দিয়েদিতেন ৷

আপনি ছিলেন আমার দেখা একজন সৎ ও সাহসী কলম যোদ্ধা৷ আপনার সাথে আছে আমার হাজার হাজার স্মৃতি৷ আপনাকে এভাবে হারাবো তা কখনও ভাবিনি। ২০১৭ সালে মাত্র ৪৩ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। ৩ বছরের একমাত্র ছেলে , স্ত্রী, বাবা-মা ছোট ভাইদের সামনে থেকে এভাবে চলে যাওয়া যে কি হৃদয়বিদারক তা সেদিন বুঝতে পেরেছি ৷
বরিশালের সর্বস্তরের মানুষের আর্তনাদে সেদিন ভারী হয়েছিল আকাশ-বাতাশ। আপনি সাংবাদিকদের দাবি আদায়ে রাজপথে ছিলেন সোচ্চার। হয়েছেন হামলার মামলার শিকার।

আপনি ছিলেন আমারমত অসংখ্য রিপনের চাকরিদাতা অভিভাবক। আপনি ছিলেন আছেন থাকবেন আমাদের হৃদয় জুড়ে ইনশাআল্লাহ ।

আপনার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন ৷ আমিন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ