আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

পিরোজপুরে নার্স ডাক্তারদের নামে মিথ্যা অভিযোগে সিভিল সার্জনের ক্ষোভ

 

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরে নার্স ডাক্তারদের নামে মিথ্যা অভিযোগে
করোনা উপসর্গ নিয়ে রোগী আসলে নার্স ডাক্তারা পালিয়ে যায় এমন মিথ্যা অভিযোগে সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী ক্ষোভ প্রকাশ করেছেন।

পিরোজপুরের বানী পত্রিকারটির অনলাইন মাধ্যমে ১৮ ই এপ্রিল ২০২০ তারিখে প্রকাশিত পিরোজপুর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক নারী (২২) আসলে ডাক্তার,নার্স ও অন্যান্যরা পালিয়ে যায়। সিভিল সার্জনের ফোন বন্ধ পাওয়া যায়। জরুরী বিভাগে তখন দায়িত্বে ছিলেন ডাঃ নিজাম উদ্দিন। হাসপাতালে জরুরী বিভাগে প্রায় ৩-৪ ঘন্টা অপেক্ষা করলেও ঐ রোগীর কাছে কোন ডাক্তার আসে নাই।

এমন সংবাদ প্রকাশ করলে বিষয়টি পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী জানতে পারলে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সংবাদটি যে মিথ্যা এই মর্মে প্রতিবাদ প্রকাশ করার জন্য আজ ১৯শে এপ্রিল পত্র দেয়া হয়।পত্রে উল্লেখ করা হয় পিরোজপুর বানী পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা,
বানোয়াট ও ভিত্তিহীন। এই ধরনের হলুদ সাংবাদিকতা সৎ সাংবাদিকদের জন্য লজ্জার এবং আইসিটি এ্যাক্ট অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে ভবিষতে প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ