জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ছিনতাই করতে এসে উত্তেজিত জনতার হাতে মারধরের শিকার হয়েছে অজ্ঞাত এক যুবক। এসময়, ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে মারধরের কারণে রক্তপাত হতে দেখা গেছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের এভারগ্রীণ প্রাইভেট নার্সারী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন রাত পনে ৯ টার দিকে সাভার থেকে অটোরিকশা যোগে তিনজন যাত্রী নবীনগর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এভারগ্রীণ প্রাইভেট নার্সারী এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা তিন যুবকের মধ্যে একজন চাপাতি হাতে নিয়ে অটোরিকশার গতি রোধ করে। পরে অটোরিকশায় থাকা ব্যক্তিদের ধাওয়া খেয়ে মোটরসাইকেল যোগে দুইজন পালালেও সড়কে পড়ে যান ওই ছিনতাইকারী। এসময়, বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার ব্যবসায়ী ও পথচারীরা ওই যুবককে গণপিটুনি দেয়। এতে ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে রক্তপাতের ঘটনা ঘটেছে।
এদিকে মারধরের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে তাকে ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান তারা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ছিনতাইকারীকে মারধরের খবর শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে গিয়ে তাকে আমরা গুরুতর আহত অবস্থায় পাই। শুনেছি এ যুবক আরো কিছু ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিল। অজ্ঞান থাকায় যুবকের কাছ থেকে এখনো কোন তথ্য উদ্ধার করা যায়নি। এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।