আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

এই সমুদ্ররে আমার বন্ধু মনে হয়

বিশেষ প্রতিনিধি: হাসিবুল হাসান ইমু

আবীর বড় হয়ে লাইফগার্ড হওয়ার স্বপ্ন দেখে। ১০ বছর বয়সী আবীর কক্সবাজারের সুকনা ছড়ি চর পাড়া গ্রামে বসবাস করে। চার ভাইবোন এবং বাবা মা সহ সাত সদস্যের সংসার আবীরের। কোমড় ভেঙ্গে শয্যাশায়ী বাবা, আর মা ঝিনুকের মালা-মুক্তো বেচে যতসামান্য আয় করেন। আর আবীর মাকে সাহায্য করতে প্রতিদিন টুরিস্টদের কাছে ছুটে যায়, একটি মালা বিক্রির আশায়। লাইফগার্ড হওয়ার স্বপ্ন এবং ভাল জীবন কাটানোর আবীরের আশাগুলো যেন ধরাছোঁয়ার বাইরে মনে হয়। তবে ভবিষ্যৎ শেষ অবধি আবীরের জন্য উজ্জ্বল হওয়া শুরু করেছে। ডাব্লিউএফপি-অর্থায়িত, জাগো-চালিত সার্ফার্স মেঘের স্কুলে ভর্তি হবার পর থেকে আবীর নিয়মিত অনলাইন ক্লাস করছে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারছে। তার মায়ের জন্য স্কুলটি একটি বড় আশীর্বাদ। নিয়মিত ক্লাসে যোগ দেওয়ার জন্য আবীর ডাব্লিউএফপির সরবরাহ করা মাসিক খাবারের রেশন বাড়িতে আনতে পারে এবং তাদের উভয়েরই এখন আর খাবার নিয়ে চিন্তিত হতে হয়না। হাজারো নাইয়ের মাঝেও আবীর দুর্নিবার গতিতে এগিয়ে চলে, দামাল ছেলের মতোন প্রকান্ড ঢেউয়ের মাঝে সার্ফিং করে। এখানেই যেন সে শান্তি খুঁজে পায় – তার উদ্বেগগুলো সরিয়ে দিতে পারে। অনিশ্চিত ঢেউয়ের মাঝে হারিয়ে গিয়ে তার বড় স্বপ্নগুলো দেখে। গোপনীয়তা বজায় রাখতে নাম পরিবর্তন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ