আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

অপেক্ষার প্রহরে

সুস্মিতা সাহা:

অপেক্ষার প্রহর যেনো আমার কাটছে না,সেই যে মানুষটি যাকে প্রথম দেখেছি, উফফ কি যে ভালো লেগেছে…

ভালো লাগে মানে!!!
সত্যিই ভালো লাগে, তাকে নিয়ে লিখতে ভালো লাগে, ভাবতেও ভালো লাগে….প্রেম কি এমন হয় নাকি আকর্ষন তা জানি না,হবে হয়তো কিছু একটা ।

কখনো সামনে থেকে দেখি নি,না দেখেই মনে মনে তাকে একটু হলেও উপলব্ধি করেতে পারি,
কি জানি সামনে আসলে কি হবে, সে কি বলবে, কোন কথা দিয়ে শুরু করবে…. এইসব নিয়ে আমার দিনকাল বেশ যাচ্ছে, কখনো কখনো চুপি চুপি তার ছবি আঁকি আর ভাবি এই তো সেই মানুষটি

মনে হয় সে যেনো আমার সামনে দাঁড়িয়ে আছে, কথা বলছে আমার সাথে

আমার এই কল্পনা হয়তো কোনো একদিন বাস্তব রূপ নিবে,সেই দিনের অপেক্ষায় আজও পথ চেয়ে বসে আছি ।

লেখাঃ সুস্মিতা সাহা
শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ