আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং

জাবিতে সুবিধাবঞ্চিতদের মাঝে গোপালগঞ্জ জেলা সমিতির ইফতার বিতরণ

প্রতিনিধি, জাবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে খেটে খাওয়া দরিদ্র, পথচারী, দুস্থ ও দিনমজুরদের মাঝে ইফতার বিতরণ করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যান সমিতি।

শনিবার (৩০ মার্চ) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর এলাকা, পরিবহন চত্বর, কেন্দ্রীয় খেলার মাঠ এলাকার পাশে এই ইফতার বিতরণ করে তারা।

এ সময় প্রায় অর্ধ শতাধিক অসহায় ও দুস্থ, রিকশাচালক, দিনমজুর ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যান সমিতি সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য মো: সৈকত রায়হান ভূইয়া বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিনমজুরদের, খেটে খাওয়া দরিদ্রদের ঠিকমতো ইফতার ও সেহরি করতে অসুবিধা হচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যান সমিতি সাধারন সম্পাদক ও শেখ রাসেল হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো: সামি বলেন, “ইফতার বিতরণকালে রিকশাওয়ালা,দিনমজুরদের মুখের হাসি আমাদের এই ছোট্ট চেষ্টাকে পরিপূর্ণ করেছে। আমরা সুযোগ পেলে আরও বেশি উপকারের চেষ্টা করবো। ‘

এ সময় ফাহিম, পরশ,আকিব, সানজিদা, প্রিতম, সুমাইয়া, ওয়ালিদসহ গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যান সমিতি আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ