আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

জাবির সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি, হাবিবুর রহমান সাগর:

সাদ্দাম হুসাইন রোহানকে (৪৭ ব্যাচ) সাধারণ সম্পাদক এবং রনি হায়দার তূর্য ও দুর্জয় বসাককে যুগ্ম সাধারণ সম্পাদক করে ২০২৩-২০২৪ সালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ির নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার(৩ মার্চ) রাতে সংগঠনটির প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাহাতুল ফেরদৌস রাত্রি, অর্থ সম্পাদক মো. ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার শিকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ করিম পাটোয়ারী রুপম, দপ্তর সম্পাদক ধীরাজ রায়, পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান মনির।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন তপু চন্দ্ৰ দাস,
প্রমা রাহা, সুরভী চক্রবর্তী, শ্বাশত প্রামানিক।

কমিটির উপদেষ্টামন্ডলীতে আছেন খালেদ হোসাইন, কামরুজ্জামান মনির, সাকিরা সুলতানা মুক্তা, তমাল ফারজান এবং সভাপতিমন্ডলীতে আছেন ফাইরুজ সাজিদা তাজরিন ও আকাশ মন্ডল।

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’- এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে জলসিঁড়ি তার যাত্রা শুরু করে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ