আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

এটিএন বাংলা অ্যাওয়াড পেলেন জাবি উপাচার্য 

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘শিক্ষা উন্নয়ন’ ক্যাটাগরিতে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড  পাবেন  তিনি।

বুধবার (০১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৫ মার্চ রবিবার সন্ধ্যা ৬.০০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮ নম্বর ফ্লোরে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অ্যাওয়ার্ড প্রদান করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, অ্যাওয়ার্ড পাওয়া সকলের জন্য গর্বের। শিক্ষা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদকের জন্য আমাকে নির্বাচিত করায় আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই।

আমি শুধু পদকের জন্য নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে  নিয়ে যেতে চাই। এ জন্য শিক্ষক-শিক্ষার্থী সকলের সহযোগিতা কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ