আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

জাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী)  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের  স্কুল ও কলেজ সংলগ্ন মাঠে ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে।

আজ  মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ  দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী । ভুক্তভোগী ফেরদৌস হাওলাদার  তিনি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র।

অভিযুক্ত  ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ শাহরিয়ার পারভেজ শাওন। তিনি দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ তম ব্যাচ) শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

অভিযোগপত্রে  শাখা ছাত্রলীগের এক  নেতাসহ অজ্ঞাত আরও ২ জনকে অভিযুক্ত  করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, “গতকাল  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ সংলগ্ন মাঠ থেকে ফেরার পথে হঠাৎ একটি মটর সাইকেলে আসা তিনজন শিক্ষার্থী ফেরদৌস হাওলাদারকে গতিরোধ করে।

উক্ত তিন জনের মধ্যে শেখ শাহরিয়ার পারভেজ শাওন তাকে এলোপাথারি চর-থাপ্পর মারতে থাকে। ভুক্তভোগী মনে করছেন তাদের শারীরিক নির্যাতনটি ছিলো ছিনতাইয়ের প্রাথমিক মহড়া। যখনই তারা জানতে পারে  সে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখনই  স্থান ত্যাগের জন্য তড়িঘড়ি শুরু করে।”

এ ব্যাপারে ভুক্তভোগী ফেরদৌস হাওলাদার বলেন, ” অভিযুক্ত কারো সাথেই পূর্ব পরিচয় কিংবা কোন ধরনের শত্রুতা নেই। স্কুল ও কলেজ সংলগ্ন মাঠ থেকে ফেরার পথে তারা আমার গতিরোধ করে এবং মারধর করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তবে অভিযুক্ত শেখ শাহরিয়ার পারভেজ শাওনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে  বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন  বলেন,
“ছিনতাইয়ের চেষ্টার ঘটনা এরকম কোন কিছু ঘটেছে বলে আমার জানা নেই। তবে তদন্ত এবং প্রমাণসাপেক্ষে কেউ অপরাধে যুক্ত হলে কোনো ছাড় দেওয়া হবে না।

কারও অপরাধের দায় সংগঠন নেবে না। সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, অভিযোগপত্র তারা পেয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ