আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

তাহিরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে তাহিরপুরে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

সোমবার সকাল ৯টায় উপজেলার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে ট্যাকেরঘাট মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কমান্ড অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: খায়রুল আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলকাছ মিয়া, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, মহিলা ইউপি সদস্যা সেলিনা বেগম ও বীর মুক্তিযোদ্ধাগন।

পরে শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ খায়রুল আলম।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ও ২০০ দুস্থ, এতিম ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ