আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

তাহিরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে তাহিরপুরে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

সোমবার সকাল ৯টায় উপজেলার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে ট্যাকেরঘাট মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কমান্ড অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: খায়রুল আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলকাছ মিয়া, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, মহিলা ইউপি সদস্যা সেলিনা বেগম ও বীর মুক্তিযোদ্ধাগন।

পরে শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ খায়রুল আলম।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ও ২০০ দুস্থ, এতিম ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ