আজ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং

যদি ভুলে যাও, দেখবে আগামী

দেলোয়ার হোসেন :

যদি ঘটে যাওয়া দিনগুলো ভুলে যাও, তবেই পাবে আগামী,

মিথ্যাগুলো কিলবিল করা মুহুর্তে
যদি শান্ত থাকো, তবেই তুমি দামী।

যদি ছলনা এসে হাত মিলায়
বাড়াতে শক্তি সামর্থ,
তর্ক যদি কখনো মুখ খুলে
দেয় বুঝাবেনা কোন অর্থ।

যদি ছুরি হয়ে যায়
মনের কোন গুপ্তধন,
অনুসন্ধিৎসা গবেষণায়
খুজে নিও সেই মন।

যদি কখনো অর্থ আর স্বার্থ
দুটোই যদি নিরবে চলে যায়,
ভাববেনা কখনো মুল্যায়নের
পথ ধরে, হও না যত অসহায়।

যখন দেখিবে সকলে সম্মানিত
হতে চায়, সম্মান না করে,
যুগের অশনী সংকেত বুঝে
নিজের ভুল খুজো বারেবারে।

যখনি দেখিবে সবল দূর্বলে
করিতেছে সংবরণ বারবার,
চুপচাপ থেকোনা কখনো
করবে প্রতিহত, হয়োনা অসাড়।

যখনি দেখিবে কুটকুঠিলতা বাড়ছে
জানে জিগার দোস্ত বন্ধুতে,
কখনো বলিওনা মনের কথা,
মিষ্টি কথায় যে চুরি মারে সাথে সাথে।
এমন বন্ধু করো পরিহার,
বিজ্ঞজনের মতে।।

এমন কাউকে নেতৃত্ব দিতে
নেই, যিনি নিজের আখের তুলে,
সাধারণ মানুষ না খেয়ে মরুক
তাতে কি, মায়া কান্না ভোট এলে।

অতিরুপের আরশীতে কখনো
দেখোনা নিজের মুখ,
চাকচিক্যময় বর্ণিল সাজ, হয়তো
ভেঙে দিতে পারে বুক।

কখনো ঘৃনা করোনা নিচু জাতে,
হওনা যত বড় মহাশয়,
আমাদের সকল চাহিদায় যারা
দিচ্ছে শ্রম, তারা কিন্তু ছোট নয়।

শিক্ষা অর্জনে অহংকার নয়
জ্ঞানকে কদর করেছে যেবা,
জ্ঞানী ব্যক্তি নিরক্ষর হলেও
করেন তারা দেশের সেবা।

পোশাক পরিচ্ছদে চাকচিক্যময়
ফারফিউম আর জৌলুশে ডাকডুম ,
গরীব হীন লোকের কদর যারা করেনা
মানুষ বলে গন্য নহে, কিসের রবি সোম।

অতিরিক্ত খাবার আর সুখ সমৃদ্ধিতে
যারা করছে স্বর্গবিলাস,
ন্যুনতম আহারে সুখ শান্তি খুজে
সহজ সরল যাদের অভিলাষ।

যদি এসব ভুলে যাও, দেখবে আগামী
তোমার পদতলে করছে আর্শীবাদ,
বিবেকের দর্পনে নফসের নিয়ন্ত্রণে
কেটে যাবে জীবনের সব অবসাদ।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ