আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

নাসিরনগরে ডাকাতের হামলায় আঙ্গুল হাড়াল পথশিশু

নিজস্ব প্রতিবেদকঃ

৬ জানুয়ারী ২০২১ রোজ বুধবার ভোর ৫ ঘটিকার সময় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা চাপরতলা রাস্তার মধ্যবর্তী স্থানে ডাকাতি সংঘটিত হয়।ডাকাতের বর্বরোচিত হামলায় পথশিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অদম্য সেচ্ছাসেবীরা অাহত হয়েছে।অাজ ভোরে সিলেটে মাজার জিয়ারত ও সেখানে বসবাসরত উদ্বাস্তুদের মাঝে শীত বস্ত্র বিতরণের উদ্দেশ্যে সিলেটর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল তারা। তাদের গাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের খান্দুরা ও চাপরতলার মধ্যবর্তী স্থানে যাওয়ার মাত্রই ডাকাত দল গাড়িতে হামলা করে। এ সময় একজন সেচ্ছাসেবীকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে। তার নাম জুযেল মিয়া পিতা মোঃ সাজু মিযা। তার গ্রামের বাড়ি চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে।জানা গেছে জুয়েল ব্রাক্ষণবড়িয়া সরকারী কলেজের বি,এস,এস পড়ুয়া ছাত্র।জুয়েল ছাড়াও সংগঠনের ১৬ জন সদস্যকে বেধড়ক মারপিট করে। জানা গেছে ডাকাতের ধারালো অস্ত্রের অাঘাতে জুয়েলের বাম হাতের একটি অাঙ্গুল কেটে পড়ে গেছে।জুযেল কে বর্তমানে নাসিরনগর সদর হসপিটাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রেফার করা হয়েছে। এছাড়া সেচ্ছাসেবীদের হাতে থাকা ১৪ টি মোবাইল, তাদের পড়নে থাকা শীতের পোশাক, ২ টি ডিএসএলআর ক্যামেরা সহ শীত বস্ত্র ভিতরণের ৩০ হাজার টাকা সহ সেচ্ছাসেবীদের হাতে থাকা নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় পথ শিশু কল্যাণ ফাউন্ডেশনের ব্রাক্ষণবাড়িয়া জেলা সভাপতি মোঃ বোরহান উদ্দিন বাদী হয়ে নাসিরসগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
এ বিষযে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি এ টি এম অারিচুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ পেয়েছি এবং ব্যাবস্থা নিচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ