আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বড়লেখায় আল-হেরা একাডেমি’র বই উৎসব

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বনামধন্য কিন্ডারগার্টেন আল-হেরা একাডেমিতে ১লা জানুয়ারি থেকে বই উৎসবের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক-প্রাথমিক প্রথম শ্রেনী, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করা হয়।
এসময় বই প্রদানে উপস্থিত ছিলেন আল-হেরা একাডেমি’র প্রধান শিক্ষক মোঃ শামছুল ইসলাম, সহকারী শিক্ষক হারুনুর রশিদ, শাহিন আহমদ, পারভীন আক্তার, আসমা বেগম ও শামিমা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী অভিভাবক হাফিজ আহমদ, ইকবাল বাহার, আব্দুল হক, নাঈম আহমদ এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন প্রমূখ।

উল্লেখ্যঃ আল-হেরা একাডেমির প্রধান শিক্ষক মোঃ শামছুল ইসলাম জানান, ১লা জানুয়ারি ২০২১ খ্রীঃ থেকে তাহার প্রতিষ্ঠানে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বই উৎসব অব্যাহত রয়েছে ও শিক্ষার্থীদের মাঝে বই প্রদান চলমান রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ