আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বানিয়াচংয়ে দুই প্রতারক‘কে ভ্রাম্যমান কোর্টের ১মাসের কারাদন্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের বানিয়াচংয়ে সাধারন মানুষজনের সাথে প্রতারনা করার দায়ে দুই প্রতারক‘কে ভ্রাম্যমান কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত ওই দুই ব্যাক্তি হলেন হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের মৃত গফুর মিয়ার পুত্র শাহিনুর মিয়া এবং একই গ্রামের শামসুদ্দীন মিয়ার পুত্র জাহেদ মিয়া। উভয়কেই ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট ইফফাত আরা জামান ঊর্মি।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার সাধারন মানুষজনের মাঝে স্মার্ট কার্ড বিতরনের কাজ চলছে। ২ ডিসেম্বর বুধবার বিকাল ৪টার সময় বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরন চলাকালে ভ্রাম্যমান কোর্ট পরিচালিত হয়।
স্মার্টকার্ড উত্তোলন করতে আসা লোকজনের যাদের কার্ডে সমস্য আছে তাদেরকে ৩শ ৪৫ টাকার ব্যাংক চালানের মাধ্যমে সংশোধন করার কথা বলা হয়।
এই সুযোগে অভিযুক্ত ্ওই দুই যুবক সোনালী ব্যাংকের সীল স্বাক্ষর যুক্ত চালানের কপি মানুষজনের মাঝে বন্টন করে প্রতারনা করছিলো।
উপজেলা নির্বাচন অফিস বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান কের্টে অভিযোগ প্রদান করে।
অভিযোগ পেয়ে ভ্রাম্যমান কোর্ট অভিযান পরিচালনা করে ওই দু‘জনকে আটক করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ