আজ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ ইং

স্বপ্ন

 

লেখক : সিলভেস্টার জুয়েল রোজারিও

এটাই কি ছিল স্বপ্ন?
সারাদেশে আজ দুর্নীতির গন্ধ I
এটাই কি ছিল স্বপ্ন?
যারা দিয়ে গেছে প্রাণ
একটি সোনার বাংলার জন্য।
এটাই কি ছিল স্বপ্ন?
যে দেশে ইংরেজিতে
কথা না বলতে পারলে,
হয় আনকালচার বলে গণ্য।
এটাই কি ছিল স্বপ্ন?
আজ মানুষ মানুষকে
টাকার বিনিময়,বানিয়েছে পণ্য
তাহলে কি ছিল তাদের স্বপ্ন?
যারা শহীদ হয়েছেন
এই দেশের জন্য।
তাদের ছিল এটাই স্বপ্ন।
দেশ হবে স্বাধীন, মুক্ত,
থাকবে না আর, কোনো দেশের
শিকলে আবদ্ধ।
স্বাধীন হয়েছে দেশ
হয়েছে মুক্ত
থাকে সবাই মিলেমিশে
একসাথে যুক্ত।
বাস্তবে কি তাই?
স্বপ্ন তাদের স্বপ্নই, রয়ে গেল
দিয়ে গেছে যারা প্রাণ
মুখে মুখে বলি,সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
তাদের স্বপ্ন ভেঙ্গে দিয়ে,
নিজের স্বপ্ন গড়ি।
এটাই কি ছিল তাদের স্বপ্ন?
যারা দিয়ে গেছে প্রাণ,
বাংলা মোদের করে গেছে দান??
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন
আজও দেখি আমি স্বপ্ন
এক দিন বাংলাই হবে
আমাদের সবার গর্ব I

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ